গড়াইটুপির কালুপোল গ্রামে সর্প দংশনে বৃদ্ধার মৃত্যু

বেগমপুর প্রতিনিধি: ঝাড়ফুঁক করে কবিরাজ ছমির বাঁচাতে পারলেন না জুজিরনকে। সর্প দংশনের তিন ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। গ্রামবাসী সাপটিকে মেরে ফেলে। গত শনিবার রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের কালুপোল পশ্চিমপাড়ার ময়রদ্দিনের স্ত্রী সুজিরন নেছা। রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় কয়েকবার দংশন করে সুজিরনকে। সর্প দংশনের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডাকা হয় গ্রাম্য কবিরাজ ছমির আলীকে। শুরু হয় ঝাড়ফুঁক। তিন ঘণ্টার পর যখন সুজিরনের অবস্থার অবনতি ঘটতে থাকে তখন তাকে হাসপাতালে নেয়ার প্রক্রিয়া শুরু করেন পরিবারের লোকজন। হাসপাতালে নেয়ার সময় রাত ৩টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন সুজিরন (৬৫)। গতকাল বিকেলে গ্রাম্য কবরস্থানে সুজিরনের দাফন সম্পন্ন হয়।