গোয়ালে দেয়া মশার কয়েল থেকে আগুন : বসতঘর ভস্মীভূত

আলমডাঙ্গার পল্লি মধুপুরে ভোররাতে এক মৎস্যজীবীর বাড়িতে অগ্নিকা-

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার পল্লি মধুপুরের মৎস্যজীবী মতিয়ার রহমানের বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বাড়ির ক্ষুদ্রখামারে মোটাতাজা করা গরুকে মশার কবল থেকে রক্ষা করতে গিয়ে এ বিপত্তি ঘটে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। গতকাল মঙ্গলবার ভোরে আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত হওয়ায় রাতে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে পরিবারের সদস্যদের।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের জুমাত আলীর ছেলে মতিয়ার রহমান একজন মৎস্যজীবী। তিনি বাড়িতে বসত ঘরের সাথে চালা তুলে তার নিচে একটি গরু মোটাতাজা করে আসছেন। তরতাজা গরুটিকে মশার কবল থেকে রক্ষা করতে গোয়ালরূপী ওই ছাপড়ায় কয়েল ধরিয়ে দেয়া হয়। পাটকাঠির বেড়া দেয়া ছাপড়ায় কয়েল থেকে ধরে যায় আগুন। ভোরে আগুনের আঁচে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। তড়িঘড়ি পড়িমরি করে গরুটি কোনোরকম বাঁচাতে পারলেও বসতঘরে থাকা মালামালের কিছুই উদ্ধার করতে পারেননি। সবই পুড়ে ছাই হয়েছে। তবে চৌকির ওপর পাতা তোষকের নিচে রাখা ৩৯ হাজার টাকার মধ্যে প্রায় ৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকিটাকা পুড়ে গেছে। বাড়ির মুরগি ঘরের ৩টি মুরগি, হাসঘরের ১০টি হাসও পুড়ে কয়লা হয়ে গেছে।