গোল্ডন এ প্লাস পেয়েও অর্থের অভাবে লেখাপড়া বন্ধ হতে চলেছে ইনছানের

 

গিয়াস উদ্দীনসেতু: ঝিনাইদহ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কেশোব চন্দ্র মহাবিদ্যালয়ে (কেসি কলেজ)বিজ্ঞান বিভাগে মেধাবী ছাত্র ইনছান। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিলো তার। স্বপন ছিলো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে সে। পিতা আব্দুর রশিদ শেখ একজন দরিদ্র কৃষক। আট সদস্যের পরিবারের সদস্যদের মুখে দুটো অন্য তুলে দিতে হিমসিম খেতে হয় তাদের। তার ওপর তিন ভাই আর তিন বোনের লেখাপড়া এ যেন মরার ওপর খাড়ার ঘা। ছয় ভাই বোনের মধ্যে ইনছান তৃতীয়। পিতার সাথে সারাদিন মাঠে কাজ করে রাতে লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় গোল্ডন এ প্লাস পায়। ভর্তি হয় কেশোব চন্দ্র মহাবিদ্যালয়ে (কেসি কলেজ) বিজ্ঞান বিভাগে। ইচ্ছা তার ইঞ্জিনিয়ার হওয়ার। কিন্তু অর্থের অভাবে তার লেখাপড়া মাঝ পথে এসে থেমে যাওয়ার উপক্রম। পিতার রোজগারে সংসার চালিয়ে লেখাপড়ার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পাসে এসে দাঁড়ায় তাহলে আশার আলো ফিরে পেতে পারে একটি মেধাবী মুখ। ইনছানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কুলুমবাড়িয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে।