গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

 

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জজেলার মোকসেদপুর থানার নওখণ্ডো গ্রামের ব্যবসায়ী শিপন কাজী হত্যা মামলায় ৫জনকে ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। গতকাল বৃহস্পতিবার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এবিএম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন। এমামলায় বাকি ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরাহলেন- লেনিন শিকদার, মনির হোসেন (পলাতক), স্বপন মোল্লা (পলাতক), ওবায়দুলশেখ ও তপন কাজী। খালাসপ্রাপ্তরা হলেন- মোকাররম শিকদার, রেজাউল কাজি, শেখরনি আহমেদ, অহেদুল মিনা, ফরিদ মিনা ও আহসান কাজি।নিহত শিপনকাজীর সাথে আসামি লেনিন শিকদারের বোন মনিরার প্রেমের সম্পর্ক ছিলো। এর পরশিপনকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন লেনিন শিকদার। কিন্তু ব্যবসারটাকা লেনদেন নিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন শিপন। এর জের ধরে ২০০৬সালের ৩০ জুলাই গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন নওখন্ডা গ্রামের মামারবাড়ি থেকে ডেকে এনে শিপনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায়নিহতের মা মরিয়ম বিবি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানায় মামলা দায়ের করেন।পরে আদালত ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এমামলায় ২৪ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।