গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পরবর্তী ৭০ বছর পূর্তিকে জকজমকপূর্ণ করতে মতবিনিময় অনুষ্ঠিত

 

ভালাইপুর প্রতিনিধি: গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ঈদ পরবর্তী ৭০ বছর পূর্তিকে জকজমকপূর্ণ করতে  নবীনদের উৎসাহ দিতে এবং প্রবিণদের ঐতিয্য ধরে রাখতে মিলনমেলার প্রস্তুতি ঘটাতে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাস্তবায়ন কমিটি গঠন।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের হলরুমে প্রস্তুতি সভার মতবিনিময়সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয়ের উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান লিপু, সহকারী প্রধান শিক্ষক ইস্পেয়ারা বেগম, সেলিম উদ্দিন খুশি, জহুরুল ইসলাম, নাসির হোসেন, শফিউদ্দিন টিটু, আশেকে রাসুল মিলন, ছমির আলী, আব্দুর রশীদ, শাহীন আলম, আব্দুল কুদ্দুস, হামিদুল হক, নুরুল ইসলাম, মজিবার রহমান প্রমুখ। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আগামী ২০১৭ সালের ঈদুল ফিতরের পর ২৯ জুন জাকজমকভাবে ৭০ বছর পূর্তি উপলক্ষে সম্পন্ন প্রস্তুতি নেয়া হচ্ছে হয়েছে বলে জানা যায়।