গোয়েন্দামুক্ত মেইলিং পদ্ধতির জন্য ইয়াহু-গুগোল একীভূত

মাথাভাঙ্গা মনিটর: গোয়েন্দামুক্তনিরাপদ ই-মেইল পদ্ধতির জন্য আগামী বছর বার্তা সংস্থা ইয়াহু(ইনকর্পোরেটেটইন কোম্পানি) (আইএনসি) গুগোলের (আইএনসি) সাথে গাঁটছড়া বাঁধতে যাচ্ছে।ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের বরাত দিয়ে তথ্য জানায়।এ পদ্ধতি নিকট ভবিষ্যতে হ্যাকার বা সরকারি কর্মকর্তাদের ইয়াহো ব্যবহারকারীদের ব্যক্তিগত (ম্যাসেজ) বার্তা পড়তে অসম্ভব করে তুলবে।

জাতীয়নিরাপত্তার অজুহাতে ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি মাস সাভেইল্যান্সপ্রোগাম’ সন্দেহভাজন দেখিয়ে গোয়েন্দা নজরদারির জন্য বিভিন্ন ব্যক্তিরই-মেইলে অনুপ্রেবেশের ঘটনা গত বছর এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দিলে বিষয়টিপ্রযুক্তিকারকদের ভাবিয়ে তোলে। আর এ কারণেই বৃহৎ দুটি প্রযুক্তি কোম্পানিঐক্য হিসেবে সরকারের হ্যাকিং এবং অনুপ্রবেশের বিরুদ্ধে সর্বোচ্চপ্রতিরক্ষার জন্য এমন চিন্তা করেন।গুগোল,মাইক্রোসফট এবং ফেসবুক (আইএনসি) ইমেইলে অনাধিকার চর্চা থেকে হ্যাকারদের বিরত রাখতে স্বকীয় ট্রাফিকপদ্ধতির দিকে ঝুঁকছে। বিশেষ করে নিরাপত্তার অজুহাতে গোয়েন্দাঅ্যাজেন্সিগুলো বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীর তথ্যে ওই সংস্থার অনাধিকারচর্চার বিপক্ষে স্নোডেনের বিপ্লবমুখী সোচ্চারের পর তথ্য-প্রযুক্তিকোম্পানিগুলো সুশীলসমাজের সমালোচনার মুখে নড়েচড়ে বসে।ব্যবহারকারীরবার্তায় অনাধিকার চর্চা ঠেকাতে ইয়াহো এর ই-মেইল পদ্ধতি বাদ করেছে। এপদ্ধতিতে ব্যবহারকারী পৃথক ইউন্ডো অবলম্বন করে ইমেইল ব্যবহার করবেন। যাস্বয়ং ইয়াহুকেও ব্যবহারকারীদের লিখিত ম্যাসেজ পড়তে প্রতিহত করবে।