গৃহহীনের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ

জীবননগর গঙ্গাদাসপুরে একটি বাড়ি উদ্বোধনকালে এমপি টগর

 

জীবননগর ব্যুরো: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘যাদের জমি আছে ঘর নেই নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় জীবনগর উপজেলার গঙ্গাদাসপুরে গৃহ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সদস্য হাজি আলী আজগার টগর বলেছেন, গৃহহীনের গৃহনির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী পদক্ষেপ। যাদের জমি আছে অথচ বাড়ি নেই সেই সব গৃহহীন মানুষদের বিনামূল্যে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। জীবননগর উপজেলার গঙ্গদাসপুর গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে আব্দুর রশিদের ভিটে জমি থাকলেও বাড়ি ছিলো না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ সংস্থার উদ্যোগে আব্দুর রশিদকে বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দেয়া হলো। যা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি উল্লেখ করে।

জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দামুড়হুদার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জাত হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন সংস্থার উদ্যোগে ২ লাখ ২১ হাজার ৬৯৪ টাকা ব্যয়ে এ গৃহ নির্মাণ করা হয়।