গুয়েতেমালা-মেক্সিকোয় ভূমিকম্পে নিহত ৩

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকো-গুয়েতেমালা সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ১মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত হয়েছে। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ঘটেছে ভূমিধসও।গুয়েতেমালা সীমান্ত অঞ্চল এবং সান মার্কোস শহরও ভূমিকম্পেপ্রকম্পিত হয়। শহরটির গভর্নর লুইস রিভেরা বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী। শহরেরবাসিন্দারাও আতঙ্কিত। কারণ, ২০১২ সালের নভেম্বরেই ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকাঁপিয়ে দিয়ে গিয়েছিল এ শহরকে। নিহত হয়েছিলো ৪৮ জন। সেই স্মৃতি তারা এখনোভোলেনি।সান মার্কোস শহরে ভূমিকম্পে বহু ভবনেই ফাটল ধরেছে। জায়গায় জায়গায়ঘটেছে ভূমিধস।বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুতসংযোগ।কর্তৃপক্ষ একথাজানিয়েছে।গুয়েতেমালা এমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র সার্গিও কাবানাস বলেন, আমরা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এখন পর্যন্ত এ সবইকেবল ধারণা। আমরা এখন বিমানে করে গিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণকরবো।