গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় এমপি নবী নেওয়াজ: সময়কে মূল্যায়ন করলে ভাগ্যের পরিবর্তন হবে

 

মহেশপুর প্রতিনিধি: ছাত্রছাত্রীরা সময় মূল্যায়ন করলে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। যারা সম্মান দিতে জানে না তারা ওপরে উঠতে পারে না। গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এমপি নবী নেওয়াজ এ কথা বলেন।

মহেশপুর অফিসার্স ফোরামের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খোন্দকার আখতারুজ্জামান, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহেদুল ইসলাম, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবুল বাশার। বক্তব্য রাখেন- মহেশপুর প্রেসক্লাব সভাপতি আব্দুর রহমান, জয়নাল আবেদীন (সভাপতি ঢাকাস্থ মহেশপুর কল্যাণ সমিতি), আনোয়ার হোসেন আনুসার, এমকে টুটুল, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রছাত্রীদের মধ্যে মারুফ হোসেন, তামনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাহিত্যিক দীপক সাহা। অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন- আক্তারুজ্জামান ও বিশিরত হোসেন। অনুষ্ঠানে ৩ জনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান (মরণোত্তর) মো. আনোয়ার হোসেন মাস্টার, আজীবন সম্মাননা, কামরুজ্জামান টুটুল বিশেষ সম্মাননা, এইচএচসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮ শিক্ষার্থী ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ শিক্ষার্থীসহ ৪৩ জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির আয়াজনে ছিলো মহশপুর অফিসার্স ফোরাম।