গাজায় স্থলপথেও হামলা :নিহতের সংখ্যা বেড়ে ১৬৫

 

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘেরযুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছেইহুদি জঙ্গিবাদী ইসরাইল। বিমান হামলার পাশাপাশি গতকাল রোববার ভোর থেকেফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থলপথেও অভিযান শুরু করেছে নেতানিয়াহুরসরকার। গাজা সীমান্তে অন্তত ৩৩ হাজার সেনা মোতায়েন করেছে তেলআবিব। ইসরাইলীআগ্রাসনে গাজায় এ পর্যন্ত ১৬৫ জনের বেশি নিহত হয়েছেন।
জাতিসংঘেরযুদ্ধবিরতি আহ্বানের পরও ইসরাইলের সর্বশেষ হামলায় রোববার আরো ৮ জন এবংশনিবার অন্তত ৫২ জন নিহত হয়েছে। এ নিয়ে হামলা পর প্রায় ১৬৫ জন ফিলিস্তিনিনিহত হয়েছে। নিহতদের প্রায় সবাই বেসামরিক নারী-শিশুসহ সাধারণ মানুষ। গতমঙ্গলবার থেকে গাজার বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরাইল। শুধু তাই নয়, গাজায় স্থলপথেও অভিযানে নেমেছে ইসরাইল। রোববার ভোর থেকে ইসরাইলি কমান্ডদেরপ্রথম বহর গাজায় পৌঁছেছে।এদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস রকেটছুঁড়ে ইসরাইলি বর্বরতার জবাব দেয়া অব্যাহত রেখেছে।