গাজায় পড়ে বোমা :দেখে ফুর্তি করে তারা!

মাথাভাঙ্গা মনিটর: প্রতিদিন সূর্যটা যখন ভূমধ্যসাগরে হেলে পড়ে, তখন একদল ইসরায়েলি গাজাসীমান্তসংলগ্ন একটি পাহাড়ের ওপরে ওঠে। কয়েক মাইল দূরে গাজার ওপর যখন বোমাবর্ষণ শুরু হয়, তখন তারা সে দৃশ্য রীতিমতো উপভোগ করে। তারা পৈশাচিক উল্লাসেফেটে পড়ে। আনন্দধ্বনি করে, চিত্কার করে, শিস বাজায়।এমন কিছুইসরায়েলির নৃশংস হামলার দৃশ্য উপভোগ করা নিয়ে গার্ডিয়ান একটি প্রতিবেদনপ্রকাশ করেছে। সাংবাদিক হ্যারিয়েট শেরউডের ওই প্রতিবেদনে উঠে এসেছেইসরায়েলিদের ধর্ষকাম মনোবৃত্তির কুৎসিত চেহারা।প্রতিবেদনে বলা হয়েছে, সেই পাহাড়ের ওপরে কিছু পুরোনো সোফা, গাড়ির জীর্ণআসন, গার্ডেন চেয়ার ও ওল্টানো ক্রেট দর্শনার্থীদেরবসার জন্য রাখা হয়েছে।পাহাড়ের ওপরে পাইন গাছের ডালে দোলনাও টাঙানো হয়েছে, যাতে এখানে আসা লোকজনস্নিগ্ধ বাতাসে দোল খেতে খেতে গাজার ধ্বংসদৃশ্য উপভোগকরতে পারেন। অনেকেবিয়ার অথবা কোমল পানীয়ের বোতল ও হালকা খাবার নিয়েও আসেন।