গাজায় নিহতের সংখ্যা ৮০

মাথাভাঙ্গা মনিটর: গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যাবাড়ছেই। গতকাল বৃহস্পতিবারের হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহতহয়েছে। এ নিয়ে গাজায় এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে বলেজানা গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজার দক্ষিণে খান ইউনিসেএকটি বাড়ি এবং ক্যাফেতে হামলায় বেশির ভাগ মানুষ মারা গেছে। এ দু জায়গায় হামলায় ৫শিশু ও ৩ নারীসহ মোট নিহত হয় ১৭ জন।এছাড়া, গাজার পশ্চিমাঞ্চলে একটি গাড়িএবং অন্যান্য জায়গায় ইসরায়েলের বিমান হামলায় আরো তিনজন নিহত হয় বলে জানিয়েছেফিলিস্তিনিরা।গাজার ইসলামপন্থি হামাস যোদ্ধারাও বৃহস্পতিবার অবিরাম রকেটহামলা চালিয়ে গেছে। গাজা থেকে তেল আবিব ও অন্যান্য শহরে ১২ টি রকেট হামলা হয়েছে বলেজানিয়েছে ইসরায়েল।হামাসের রকেট হামলার জবাবে গাজায় বিমান হামলা চালানোহচ্ছে বলে ইসরায়েলের দাবি। তবে হামলায় সাধারণ ফিলিস্তিনি হতাহতের ঘটনায় কোনোমন্তব্য করছে না ইসরায়েল।গত মঙ্গলবার থেকে গাজায় বিমান হামলা চালিয়ে আসছেইসরায়েল। সর্বশেষ বিমান হামলায় খান ইউনিসেই হতাহতের ঘটনা ঘটেছে বেশি।হামাসওইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ৩২০টির বেশি রকেট হামলা চালিয়েছে। তবে এসব হামলায়ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।জাতিসংঘের মহাসচিব বান কি-মুন তেল আবিবেহামাসের রকেট হামলার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলকেও সংযমের নীতি অবলম্বনকরার আহ্বান জানিয়েছেন তিনি।