গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নেবে হামাস

মাথাভাঙ্গা মনিটর: গাজায় ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনকারী দল হামাস।বিমান হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনি হত্যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলেহুঁশিয়ারি দিয়েছে হামাস।গাজা থেকে ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবেসন্ত্রাসীদের আস্তানাগুলোসহ গোপন রকেট উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালানো হয়েছে বলেজানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।তিন ইসরায়েলি কিশোর অপহরণ ওহত্যাকাণ্ডের বদলায় এক ফিলিস্তিনি কিশোরকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করেদুপক্ষের মধ্যে এ উত্তেজনা দেখা দিয়েছে।রোববার ইসরায়েলের পুলিশফিলিস্তিনি কিশোল আবু খুদাইর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৬ ইসরায়েলিকে গ্রেফতারকরে। এরপরই রাতভর গাজায় চলে ইসরায়েলি বিমান হামলা।