গাছ চুরির দায়ে একই পরিবারের ৬ জনের জেল

 

স্টাফ রিপোর্টার: গাছ চুরির অপরাধে একই পরিবারের ৬ জনকে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল রোববার চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ড. এবিএম মাহমুদুল হক আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন আজাদ আলী, বাবুর আলী, শাহার আলী, রওশন আলী, আক্কাচ আলী ও আহাদ আলী। রায়ের পর এদেরকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ওসামানপুর গ্রামের মৃত ডা. আয়ুব হোসেনের ছেলে জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক রবিউল ইসলামের ২০টি বাবলাগাছ, ৪টি মেহগনিগাছ, ১টি জামগাছ ও ১০০টি বাঁশ চুরি করে কেটে নিয়ে যায় গ্রামেরই মৃত আবু হোসেনের ৪ ছেলে আজাদ আলী, বাবুর আলী, শাহার আলী, রওশন আলী, আজাদের ছেলে আক্কাচ আলী ও মোশারফ হোসেনের ছেলে আহাদ আলী। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। রবিউল ইসালম বাদী হয়ে পৃথক দুটি ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্যপ্রামাণ পরীক্ষা করে দণ্ডবিধির ৩৭৯ ধারায় ১ বছর ও ৪৪৭ ধারায় দোষীসাব্যস্ত করে দু মাস সশ্রম কারাদণ্ডাদেশ দেন। আসামিরা ইতঃপূর্বে এ মামলায় যতোদিন হাজতবাস করেছেন তা মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে।