গাংনী মহিলা ডিগ্রি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী মহিলা ডিগ্রি কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ে বিরোধী এক সচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ হল সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান।
প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ের জন্য মেয়েরা অনেকাংশে দায়ী। এছাড়াও অনেক কিশোরী সামাজিক নানা সমস্যা সৃষ্ঠি করছে। তাই আত্মরক্ষার কৌশল নিজেকেই বিবেচনা করতে হবে। তবে কলেজে মেয়েদের যাওয়া-আসার পথে যদি কেউ বিরক্ত করে তাহলে তার ঠ্যাং ভেঙে দেয়ার ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নাসির উদ্দীন, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মহিবুর রহমান মিন্টু।