গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (হাসপাতাল) নতুন ভবন সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সদস্য গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুসহ সদস্যবৃন্দ। হাসপাতালের সামগ্রিক পরিস্থিতিতি নিয়ে আলোচনায় অংশ নেন কমিটির সদস্যবৃন্দ। রোগীদের স্বার্থে আপাতত নতুন ভবনে কার্যক্রম শুরু হবে। তবে স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর পুরো কার্যক্রম শুরুরু সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তৃতায় সংসদ সদস্য মকুবল হোসেন বলেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালের জরাজীর্ণ ভবনে চিকিৎসা চলছে। সম্প্রসারিত ভবন নির্মাণ মাঝপথে থেমে গেলে আশার আলো নিভে যায়। অক্লান্ত পরিশ্রম করে স্বাস্থ্যমন্ত্রীর সহায়তায় হাসপাতালের ভবন পুনর্নিমাণ করাতে পেরে আমি আনন্দিত। উদ্বোধনের পর পূর্ণাঙ্গ রূপ পাবে গাংনী হাসপাতাল। সাধারণ মানুষর স্বাস্থ্যসেবার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে মকবুল হোসেন বলেন, শতভাগ সেবার মানসিকতা নিয়ে ডাক্তারসহ হাসপাতালের সকলের কাজ করতে হবে। হাসপাতালের অপারেশন থিয়েটারসহ গুরুত্বপূর্ণ সেবা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তারসহ বিভিন্ন সংকট তুলে ধরেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।