গাংনী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলীকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। তার নামে দায়েরকৃত নাশকতার মামলা আদালতে গৃহিত হওয়ায় গতকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সাময়িক বরাখাস্তের প্রজ্ঞাপন জারি করে। মোরাদ আলী গাংনী পৌর বিএনপির সভাপতি। ২০১৩ সালের ৫ ডিসেম্বর গাংনীতে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে যানবাহনের গতিরোধ ও বিস্ফোরক দ্রব্য আইনে গাংনী থানায় মোরাদ আলীসহ বিএনপি নেতাকর্মীদের নামে একটি মামলা দায়ের করে পুলিশ। পরবর্তীতে মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালতে অভিযোগপত্রটি গৃহিত হয়।
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিতপত্রে বলা হয়েছে, মোরাদ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর প্রকৃতির হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করেন। চেয়ারম্যন স্বপদে থাকায় মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনসহ মামলার কার্যক্রমে প্রভাব বিস্তার করতে পারেন। তাই উপজেলা পরিষদ আইন অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।