গাংনীর ৫টি ইউপিতে নির্বাচন হচ্ছে না

 

মেহেরপুর প্রতিনিধি: তৃতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে না। গত মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস তফসিল ঘোষণা করলেও ইসির নির্দেশে গতকাল বুধবার দুপুরে তা বাতিল করা হয়েছে। চতুর্থ ধাপে এ উপজেলার ৯টি ইউপিতে একই দিনে ভোটগ্রহণ হতে পারে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার আরো জানান, মঙ্গলবার ইসি ঘোষিত তফসিল অনুযায়ী জেলা সদরের ৫টি ও গাংনী উপজেলার ৯টির মধ্যে ৫টিতে তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়। সেমতো ওইরাতেই রিটার্নিং কর্মকর্তাবৃন্দ তফসিল ঘোষণা করেন। কিন্তু গতকাল ইসি থেকে আসে নতুন নির্দেশনা। ২০১১ সালের ১১ জুনের আগ পর্যন্ত যেসকল ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো সেগুলোতে তৃতীয় ধাপে ভোটগ্রহণ করা হচ্ছে। গাংনী উপজেলার ৯টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো ২০১১ সালের ১১ জুনের পর থেকে।

এদিকে জেলা সদরের কুতুবপুর, বুড়িপোতা, আমঝুপি, পিরোজপুর ও আমদহ ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের লক্ষ্যে গতকাল ঘোষিত তফসিল অপরিবর্তিত থাকবে বলে জানান জেলা নির্বাচন অফিসার।

প্রসঙ্গত, জেলার ১৮টি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।