গাংনীর সাহারবাটিতে বাঘডাশাটিকে মেরে ফেলা হলো

 

গাংনী প্রতিনিধি: নেই বন জঙ্গল। নেই তেমন কোনো খাদ্য। তাই খাবার সংগ্রহে লোকালয়ে এসেও মানুষের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না বিলুপ্ত প্রায় প্রাণী বাঘডাশা। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একটি বাড়িতে হাঁস ধরতে গিয়ে হাঁস মালিকের সাথে বাঘডাশার ধস্তাধস্তি হয়। হাঁস মালিক শাহিন বাঘডাশার আক্রমণে আহত হলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছে বাঘডাশা। শাহিন ও তার লোকজনের হামলায় প্রাণ হারিয়েছে এ বাঘডাশাটি। আহত শাহীনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে সাহারবাটি গ্রামের পোড়াপাড়ার মৃত ফরিদ শেখের ছেলে। বাঘডাশাটি মারার পর এলাকার শ শ মানুষ বাঘ ভেবে তা দেখতে ভিড় জমায়।