গাংনীর সহড়াতলা সীমান্তে দু বাংলাদেশিকে আটকের পর পুলিশে সোপর্দ

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তের ভারতীয় এলাকা  থেকে দু বাংলাদেশিকে আটকের পর ছেড়ে দিয়েছে বিএসএফ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ৩২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারিক মাহমুদ সরকার জানিয়েছেন, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের রতন ও চপল সকালে সহড়াতলা সীমান্ত দিয়ে ভারতীয় সীমানায় প্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে। তাৎক্ষণিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে গাংনী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে গাংনী থানা সূত্রে জানা গেছে।