গাংনীর রাইপুর ইউনিয়ন পরিষদে চুরি : এলাকায় পুলিশ টহল দাবি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে তালা ভেঙে চুরি সংঘঠিত হয়েছে। গতকাল বুধবার রাতের কোনো এক সময় তালা ভেঙে পরিষদের মূল্যবান মালামল চুরি করে দুর্বৃত্তরা। ইউনিয়ন পরিষদ ভবনের ভৌগলিক অবস্থান ও পুলিশের টহল না থাকায় চোরেরা চেপরোয়া বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এলাকাবাসী।

জানা গেছে, রাতে ইউনিয়ন পরিষদ ভবন অনেকটায় অরক্ষিত হয়ে পড়ে। নৈশ প্রহরী নিয়োগ নেই। এলাকার ভৌগলিক অবস্থানের কারণে সন্ধ্যার আগ থেকেই ওই এলাকা জনশুন্য হয়ে পড়ে। রাতে অতি প্রয়োজন ছাড়া লোকজন চলাচল করে না। এ সুযোগে বুধবার রাতে দুর্বৃত্তরা পরিষদের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভবনের ভেতরে সচিবের কক্ষ, স্টোর ও সম্মেলন কক্ষ এবং দোতলায় ডিজিটাল সেন্টার কক্ষের তালা ভাঙে। ভেতরের কাগজপত্র তছনছ করে। কয়েকটি তোয়ালে ও তৈজসপত্রসহ প্রায় ২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে গতকাল সকালে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু ও পরিষদের কয়েকজন চেয়ারম্যান জানান, পরিষদের এলাকা অনেকটাই দুর্গম। তাছাড়া প্রতি রাতে পার্শ্ববর্তী এলাঙ্গি ক্যাম্পের পুলিশ দিয়ে হাটবোয়ালিয়া সড়কে টহল দেয়া হয়। এ কারণে এ এলাকা অরক্ষিত হয়ে পড়ে। রাতে রাইপুর, এলাঙ্গি ও কড়ুইগাছি এলাকার সড়কে পুলিশ টহল থাকে তাহলে নিশ্চিন্তে থাকা যায়। তাই দ্রুত পুলিশ টহলের দাবি করেছেন তারা।