গাংনীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কাশেম আর নেই

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭০) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকালে বামন্দীতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত আবুল কাশেম ছাতিয়ান গ্রামের ইয়াকুব আলীর ছেলে। একাত্তরের রণাঙ্গনে কয়েকটি সম্মুখ সমরে অংশ নিয়ে তিনি পাক হানাদারদের খমত করেছিলেন বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। যুদ্ধে তার শরীরে গুলিও লেগেছিলো। তিনি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন আবুল কাশেম। একজন ত্যাগী নেতা হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গতকাল বিকেলে নিজ গ্রামে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী ও মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেছেন তার একমাত্র ছেলে মিন্টু মিয়াসহ পরিবারের সদস্যবৃন্দ।