গাংনীর যুগিন্দায় অসামাজিক কাজের অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর যুগিন্দা গ্রামের মাঠে গত সোমবার রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দু জনকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় বেরসিক জনতা। এ সময় আরও দুজন পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ঢেপা গ্রামের হারেজ মোল্লার ছেলে এরফান আলী (৪০) ও বাহাগুন্দা গ্রামের আনছার আলীর স্ত্রী এক সন্তানের জননী রোজিনা খাতুন (৩৮)। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, যুগিন্দা মুচিপাড়ার মাঠে অসামাজিক কার্যকলাপ চলাকালীন সময়ে স্থানীয় লোকজন কয়েকজনকে তাড়া করে। এ সময় রোজিনা ও এরফানকে ধরে পুলিশে খবর দেয়। এ খবর পেয়ে এসআই সুফল ও সঙ্গীয় ফোর্স ওই দু জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক এরফান জানান, গ্রামের কাউছার আলীর ছেলে মনিরুল ও আব্বাছ আলীর ছেলে সাদ্দাম তাকে মুচি পাড়ার মাঠে আসতে বলে। সেখানে গেলে রোজিনাকে দেখতে পান। তারা অসামাজিক কাজে লিপ্ত হবার সময় স্থানীয় লোকজন তাড়া দিলে মনিরুল ও সাদ্দাম পালিয়ে যায়। লোকজন তাকে ধরে পিটুনী দিয়ে পুলিশে দেয়।