গাংনীর ভারপ্রাপ্ত ইউএনওর হস্তক্ষেপে সরকারি রাস্তা দখলমুক্ত

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বাঁশবাড়ীয়া কলোনীপাড়ার সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদের হস্তক্ষেপে জনসাধারণের চলাচলের ব্যবস্থা হয়। জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের কলোনিপাড়ার কাশেদ আলীর ছেলে হাবেল উদ্দীন, কাবেল উদ্দীন ও তাসের উদ্দীন তাদের বাড়ির সামনে সরকারি রাস্তায় পাকা পায়খানা তৈরির জন্য গর্ত খুড়ছিলো। এতে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা দখল করে পায়খানা তৈরি করায় এলাকার মানুষ ফুঁসে ওঠে। এলাকার মানুষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ। গর্ত ভরাটের নির্দেশ দিলে তাসের উদ্দীনের ছেলে জাফারুল ও আব্দুল গণি বাধা দেয়। এক পর্যায়ে অভিযান দলের সদস্য গাংনী থানার এসআই সুভাষ চন্দ্র দাম ইউএনও’র নির্দেশে আব্দুল গণিকে আটক করে। পরে গর্ত ভরাট ও রাস্তা কেটে পুনরায় পায়খানা তৈরি না করার লিখিত মুচলেকায় গণিকে মুক্তি দেয়া হয়।