গাংনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই প্রদান

 

গাংনী প্রতিনিধি: মানুষের জীবন স্বল্প সময়ের হলেও শিক্ষা অনন্ত। চির অম্লান। শিক্ষা ছাড়া একজন মানুষ কোনোভাবেই আলোকিত হতে পারে না। এর প্রধান মাধ্যম হচ্ছে বই। বিদ্যা অর্জন বিভিন্নভাবে হতে পারে কিন্তু বই হচ্ছে প্রধান ও উত্তম মাধ্যম। তাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি সকল বিষয় জানান জন্য বেশি বেশি করে বই পড়তে হবে। মেহেরপুর গাংনী পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি (পিএসকেএস) আয়োজিত বই প্রদান অনুষ্ঠানের বক্তারা উপরোক্ত মতামত প্রকাশ করেন। পিএসকেএস প্রধান কার্যালয় হলরুমে দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৫টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় বিখ্যাত লেখকদের লেখা আড়াই হাজার বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসকেএস সভাপতি রমজান আলী। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল আলম। স্বাগত বক্তব্যে বই বিতরণের লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করেন পিএসকেএস নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দি এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সারা এল টেইলর, প্রতিনিধি  শুকলা দে। বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, ফতাইপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মকবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম।