গাংনীর চেংগাড়া-ফতাইপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চেংগাড়া-ফতাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো মিড ডে মিল। গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রছাত্রীদের মাঝে খিচুড়ি বিতরণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দ্বিতীয় পর্বে শিশুদের হাতে তুলে দেয়া হয় ফলদ গাছের চারা। শিক্ষার উন্নয়নে একের পর এক চমক সৃষ্টি করা বিদ্যালয়টিতে মিড ডে মিল চালুর মধ্যদিয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তারা। ইতোমধ্যে মডেল বিদ্যালয় গঠন ও সার্বিক পরিবেশের উন্নয়ন ঘটিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধান শিক্ষক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রাশসক খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেখ ফরিদ আহমেদ ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুর রহমান, সহকারী শিক্ষক রিজিয়া খাতুন, মাহাতাব উদ্দীন ও নাসরিন খাতুনসহ অভিভাবকবৃন্দ।