গাংনীর গোয়ালগ্রাম মরা নদী ও জলকা বিলে মাছের পোনা অবমুক্ত করলেন মহিলা এমপি সেলিনা আকতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গোয়ালগ্রাম মরা নদী ও নিত্যানন্দপুর জলকাবিলে গতকাল সোমবার মাছের পোনা অবমুক্ত করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আকতার বানু। মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা এমপি সেলিনা আখতার বানু। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম। উপস্থিত ছিলেন- ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ পারভেজ, মটমুড়া ইউপি আ.লীগের সহসভাপতি ইকতার আলী, সাংগঠনিক সম্পাদক খবির উদ্দীন, মৎস্যচাষি তোফাজ্জেল হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সহসভাপতি মনিরুল ইসলাম সাবানসহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাছে ভাতে বাঙালি এ কথাটি যেমন সত্য, তেমনি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ব্যাপকভাবে মাছ চাষের সময় এসেছে। দারিদ্র বিমোচনে আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।