গাংনীর কাজলা নদী থেকে দুটি বাঁধ ধ্বংস

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার দ্বিতীয় প্রধান নদী কাজলা থেকে দুটি বাঁধ ধ্বংস করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অভিযান চালিয়ে বাঁধ দুটি ধ্বংস করেন। নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধন ও পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গতকাল দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন হিজলবাড়িয়া ও কুলবাড়িয়া গ্রামে কাজলা নদীর দুটি বাঁধ অপসারণে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বাঁধের বাঁশ-খুটি ও বেড়া ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে আত্মগোপন করেন বাঁধ মালিকরা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন জানান, নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে মৎস্য নিধন এবং প্রজননের এই মরসুমে মা মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। তাছাড়া বাঁধের কারণে উজানের মাঠে ফসল পানিতে ডুবে যাচ্ছে। গত কয়েক দিনের অভিযানে মাথাভাঙ্গা ও কাজলাসহ কয়েকটি নদী-খাল থেকে বাঁধ অপসারণ করা হয়েছে। এর ধারবাহিকতায় সকল বাঁধ অপসারণ করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতে দায়ীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে হলেও বাঁধ উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।