গাংনীতে সাড়ে ৩৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

 

গাংনী প্রতিনিধি:
শিশুর সুস্বাস্থ্য ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় মেহেরপুর গাংনীতে আগামি ১১ জানুয়ায়ী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ৩৩ হাজার ৫১০ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইন সফল করতে গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতরকণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ও আরএমও ডা: বিডি দাস।
এবছর ৬-১১ মাস বয়সের ৩ হাজার ৭৫২ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সের ২৯ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে ২১৯ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ২৭ জন তত্ত্বাবধানকারী ৪৩৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।