গাংনীতে সমাবেশে চরমোনাই পীর রেজাউল করিম

ইসলাম প্রতিষ্ঠায় আসবে প্রকৃত শান্তি

 

গাংনী প্রতিনিধি: ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, গণতন্ত্রের মাধ্যমে যদি শান্তি আসতো তাহলে আমেরিকায় হাজার হাজার মানুষ আত্মহত্যা করতো না। সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়েও শান্তি আসে না। তার উদহারণ হচ্ছে রাশিয়া ও সোভিয়েত ইউনিয়নের ভাঙন। প্রতিবেশী দেশ ভারতে মাঝেমধ্যেই সৃষ্টি হয় দাঙ্গা। প্রতি মুর্হূতেই দেশে দেশে হানাহানি চলছে, মরছে মানুষ। ইসলাম শুধু নামাজ রোজা পালনের মধ্যদিয়ে সীমাবদ্ধ নয়, খারাপ ও মানবের অকল্যাণকর সব কিছুই ইসলামে নিষিদ্ধ। তাই ইসলাম প্রতিষ্ঠার মধ্যদিয়েই সমাজ তথা দেশ এবং সারা জাহানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মুসলমানরা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে না। ধর্ম নিরপেক্ষতার মানে দাঁড়ায় ধর্মহীনতা। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করার জন্য সকল মুসলমানের প্রতি আহ্বান জানান তিনি। গাংনী উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে বিশেষ অতিথ হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাও. মো. আব্দুল কাদের, মেহেরপুর জেলা সভাপতি মাও. খাদেমুল ইসলাম, সেক্রেটারি মাও. মুফতি মো. আবুল কালাম কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা সেক্রেটারি মাও. মো. হুজ্জাতুল ইসলাম ফয়সাল। সন্ধ্যায় গাংনী হাইস্কুল ফুটবল মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।