গাংনীতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের অপতৎপরতা

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকে কেন্দ্র করে বিরাজ করছে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ। যাচাই-বাছাই কমিটির দূরদর্শিতায় এ কার্যক্রম সুষ্টভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। তবে গুটি কয়েক উচ্ছশৃঙ্খল ব্যক্তির বিশৃঙ্খলা অপতৎপরতা গাংনীর যাচাই-বাছাই কার্যক্রমকে বির্তকের মুখোমুখিতে ঠেলে দিচ্ছে। তাদের প্রতিহিংসামূলক চক্রান্তে উপজেলার বেশ কিছু মুক্তিযোদ্ধা হয়রানির শিকার হয়ে পড়েছে। আর এ কারণে সৃষ্ট অসন্তোষ ও ক্ষোভ আরো বিস্তার লাভ করছে।

জানা যায়, একটি দুটি চক্র যাচাই-বাছাই কার্যক্রমকে তাদের শক্র নিধনের মোক্ষম মাধ্যম হিসেবে ব্যবহারে মরিয়া হয়ে উঠেছে। সাংগঠনিক ও ব্যক্তিগত শক্রতার জের ধরে প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়েছেন গুটি কয়েক ব্যক্তি। আক্রোশ মেটানোর পাশাপাশি অবৈধ অর্থ হাতিয়ে নেবার অসৎ উদ্দেশে এরা অবাধে মনগড়া অভিযোগ দাখিল করেছেন বিভিন্ন দফতরে। সুনির্দিষ্ট কারণ ও প্রমাণসহ অভিযোগের নীতিমালা থাকলেও এরা এসব তোয়াক্কা না করে ঢালাও ভাবে অভিযোগ দাখিল করেছেন। বামন্দীর আব্দুস ছাত্তার একাই প্রথমে ৩০ এবং পরবর্তীতে ১৪৪ জন মুক্তিযোদ্ধা সর্ম্পকে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পত্রে তিনি অবশ্য নিয়মানুযায়ী কোনো প্রমাণ দাখিল করেননি।