গাংনীতে মাদক মাদকসেবীর ৬ মাসের কারাদ : চার জুয়াড়ির জরিমানা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মহির উদ্দীনকে ছয় মাসের কারাদ ও চার জুয়াড়ির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডাপ্রাপ্ত মহির উদ্দীন এ উপজেলার খাস মহল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

গাংনী থানা সূত্রে জানা গেছে, গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে মহির উদ্দীনকে নিজ গ্রাম থেকে বুধবার রাতে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ধলা পুলিশ ক্যাম্পের একটি দল। অপরদিকে একই রাতে তেঁতুলবাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সের আলী, মেহের আলীর ছেলে আহাদ আলী, গোলাম রসুলের ছেলে রুস্তুম আলী ও আয়ূব হোসেনের ছেলে জাহিদ হোসেনকে গ্রেফতার করেন বামুন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সুশান্ত কুমার পাল। গতকাল তাদেরক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ওই দণ্ডাদেশ দেন বিচারক। ভ্রাম্যমাণ আদালতে আরো উপস্থিত ছিলেন গাংনী থানার ইন্সেপেক্টর মুক্তার হোসেন ও তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস। দণ্ডাপ্রাপ্ত মহির উদ্দীনকে গতকালই মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে গাংনী থানা পুলিশ।