গাংনীতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

 

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরে চলতি মরসুমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনীর বামন্দী ভূমি অফিস প্রাঙ্গণে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

বামন্দী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালসহ ইউপি সদস্যবৃন্দ। বামন্দী ইউনিয়ন ভূমি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধন শেষে জেলা প্রশাসক বেশ কিছু ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করেন। এসময় তিনি বলেন, আমাদের পরিবেশ, দেশ ও পৃথিবী বাসযোগ্য রাখার জন্য সব ধরনের গাছের গুরুত্ব অপরিসীম। তাই সকলকেই তিনি বৃক্ষরোপণে অনুরোধ করেন।