গাংনীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি টেন্ডার কার্যক্রম সমাপ্ত

গাংনী প্রতিনিধি: স্থানীয় ঠিকাদারদের উপস্থিতিতে মেহেরপুর গাংনী এলজিইডির তত্ত্বাবধানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) টেন্ডার সম্পন্ন হয়েছে। গত বুধবার বিকেলে লটারির মাধ্যমে ৬টি প্যাকেজের ১৮টি কাজের দরপত্রের ঠিকাদার নির্ধারণ করা হয়।

উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ লটারির মাধ্যমে টেন্ডার কার্যক্রম পরিচালানা করেন। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভরাপ্রাপ্ত) ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, জেলা যুবলীগ যুগ্মসম্পাদক সোহেল আহমেদ, শ্রমিক লীগ নেতা বারিউল ইসলাম, আশিকুল ইসলাম আকাশ, শফিউল ইসলাম, ঠিকাদার বান্টু মিয়া প্রমুখ। উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদ জানান, চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ৬টি প্যাকেজের মাধ্যমে ১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্পের মধ্যে রয়েছে- ১২টি রাস্তা এইচবিবিকরণ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের সংস্কার, পাঁচিল নির্মাণ ও একটি গোরস্তানের উন্নয়ন।