গাংনীতে পাট গুদামে বজ্রপাতের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বাওট গ্রামের ইয়াকুব আলীর পাটের গুদামে আগুনে পুড়ে প্রায় ১৫শ মণ পাট বিনষ্ট হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার আগে বজ্রপাতে গুদামে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাওট গ্রামের মৃত রহিম বক্সের ছেলে ইউনুছ আলী বাড়ির পাশে গুদামে ১৫শ ৮০ মণ পাট সংরক্ষণ করেছিলেন। গতকাল বুধবার ইফতারের আগ মুহূর্তে হালকা ঝড় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে গুদামে আগুন ধরে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে গুদামের ভেতরে থাকা পাটে। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয়দের সহযোগিতায় পানি ঢেলে আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণের চেষ্টা চলে। পরবর্তীতে তাদের সাথে যোগ দেন মেহেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয় তারা। তবে আগুনে প্রায় ৫শ মণ এবং পানিতে বাকি পাটগুলো বিনষ্ট হয়। ব্যবসার শেষ সম্বল হারিয়ে এখন পাগলপ্রায় পাট মালিক ইউনুছ আলী।