গাংনীতে নারীদের সংঘর্ষে আহত ৬

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে গতকাল শুক্রবার সকালে দু পরিবারের নারীদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে জিয়ারুল ও চাবলুসের পরিবারের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন- জিয়ারুল রাবেয়া (৫৫), নাসরীন (২৫), সুফিয়া (৩০), হোসেন আলী (৭০), আলেয়া (৩০) ও হাজেরা (৫০)।

আহত সূত্রে জানা গেছে, জিয়ারুল ও চাবলুসের মধ্যে ৭ শতক জমি নিয়ে বেশ কিছু দিন যাবত দ্বন্দ্ব চলে আসছিলো। স্থানীয়ভাবে সালিস বৈঠকে জিয়ারুলের জমি পাওনা হলেও সেটির দখল ছাড়তে নারাজ চাবলুস। এ নিয়ে গাংনী পৌর মেয়র আহম্মদ আলীর কাছে নালিশ করা হলে তিনি সালিসের ব্যবস্থা নেন ও নিজস্ব ‘আমিন’ দিয়ে বিরোধপূর্ণ জমিটি মাপজোক করে চাবলুসকে জমি ছেড়ে দিতে বলেন। আজ পর্যন্ত ওই জমি ছেড়ে না দেয়ায় জিয়ারুল মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ইতঃপূর্বেও চাবলুস জিয়ারুলদের বাড়ি ঘর ভাঙচুর করে ও বাড়ির লোকজনকে মারধর করে। এ নিয়েও গাংনী থানায় একটি মামলা হয়েছে। এসব দ্বন্দ্ব নিয়েই মূলত গতকালের সংঘর্ষ। তবে কোনো পক্ষ থেকেই এখনো পর্যন্ত মামলা করা হয়নি বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।