গাংনীতে দরিদ্র নারীদের মাঝে অর্থ বিতরণ

গাংনী প্রতিনিধি: পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় মেহেরপুর গাংনীতে ৮০ জন দরিদ্র নারীকে ২৭ লাখ ২২ হাজার টাকা দেয়া হয়েছে। এলজিইডির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে তাদের হাতে চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান ও এলজিইডি কমিউনিটি অর্গানাইজার এবিএম সাহেদ। এলজিইডির পল্লি কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচিতে কর্মরত নারীদের প্রতিদিনের হাজিরা ২শ টাকা। নীতিমালা অনুযায়ী ৫০ টাকা সঞ্চয় জমা রেখে বাকিটা পরিশোধ করা হয়। দুই মেয়াদী চুক্তি শেষে ওই সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়। গচ্ছিত অর্থ তাদের স্বনির্ভরতা অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।