গাংনীতে তিন করাতকল মালিকের জরিমানা

গাংনী প্রতিনিধি: লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার অপরাধে মেহেরপুর গাংনী শহরের তিন করাতকল মালিকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর গাংনী সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ ওই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উত্তরপাড়ায় অবস্থিত দেলোয়ার হোসেনের করাতকলের লাইসেন্স নেই। পাশাপাশি অবস্থিত হেলাল উদ্দীন ও আবুল খয়েরের করাতকলের লাইসেন্স নবায়ন হয়নি কয়েক বছর আগে থেকেই। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সের বিষয়টি উঠে আসে। করাতকল পরিচালনা অধ্যাদেশ ২০১২’র ১২ ধারায় তিন করাতকল মালিককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল।