গাংনীতে ছয় মাদকসেবীর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: মাদক বিক্রি ও সেবনের অপরাধে মেহেরপুর গাংনীতে ছয়জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ।

দণ্ডিতদের মধ্যে কষবা গ্রামের নুর মহাম্মদের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও আকুবপুরের সিরাজুল ইসলামের ছেলে বশির আহম্মেদকে (২০) এক মাস করে এবং বামন্দীর মৃত হকের আলীর ছেলে হযরত আলী (৪৫) ও শওকত আলীর ছেলে রায়হান (৩২), ছাতিয়ান গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং আকুবপুরের করিম মণ্ডলের ছেলে জাকির হোসেনকে (৪৫) ছয় মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে গতকালই ছয়জনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে শনিবার রাতে এ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ওই ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।