গাংনীতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

গাংনী প্রতিনিধি: ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধিকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর গাংনীতে ছাগল পালন বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় ২৫ জন অতিদরিদ্র সদস্যদের নিয়ে গত মঙ্গলবার সকালে সংস্থার গাংনী কার্যালয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশন গাংনী ইউনিট ম্যানেজার আশরাফুজামান। বিশেষ অতিথি ছিলেন সংস্থার এরিয়া সমন্বয়কারী শেফালি খাতুল। আরো উপস্থিত ছিলেন ওয়েভ টেকনিশিয়ান আল আমিন ও জাহিদ হাসান প্রমুখ। প্রশিক্ষণ শেষে ৫ জন দরিদ্র ছাগল পালনকারীর মাঝে অর্থ বিতরণ করা হয়।