গাংনীতে কাজির সহকারীর এক মাসের কারাদণ্ড : জরিমানা

গাংনী প্রতিনিধি: বাল্যবিয়ে রেজিস্ট্রি করার অপরাধে মেহেরপুর গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাজির সহকারী আবুল হোসেনকে এক মাসের জেল ও বর-কনে পক্ষের লোকজনের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ের আয়োজনের অপরাধে গতকাল সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত কাজির সহকারী আবুল হোসেন গাড়াডোব গ্রামের সেকেন্দার আলীর ছেলে। জানা গেছে, গাড়াডোব গ্রামের রুপ চাঁদ আলীর মেয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সোমা খাতুনের সাথে একই গ্রামের আরশেদ আলীর ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয়। ওই বিয়ের ভুয়া রেজিস্ট্রি করেন কাজির সহকারী আবুল হোসেন। ভ্রাম্যমাণ আদালত কাজির সহকারী আবুল হোসেন ও বর-কনে পক্ষের লোকজনকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কাজির সহকারীকে জেলা কারাগারে প্রেরণের উদ্দেশ্যে থানায় নেয়া হয়েছে।