গাংনীতে আলমডাঙ্গার মাদকব্যবসায়ীর এক বছর কারাদণ্ড

গাংনী প্রতিনিধি: আরিফুল ইসলাম (২৫) নামের এক মাদকব্যবসায়ীর এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৱ্যাবের হাতে গাঁজাসহ আটকের পর গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ প্রদান করেন। সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গার রমজান আলীর ছেলে।

ৱ্যাবসূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে আরিফুল ইসলাম গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী একটি গ্রাম থেকে গাঁজা নিয়ে নসিমনযোগে তার বাড়ির উদ্দেশে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি নূরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা গ্রামের সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে ৱ্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে ৱ্যাবসূত্র জানিয়েছে।