গাংনীতে অ্যাকটিভ সিটিজেনস ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ শুরু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে শুরু হয়েছে চার দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেনস ইয়ূথ লিডারশিপ প্রশিক্ষণ। গতকাল শুক্রবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন গাংনীর সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে ৩২জন তরুণ-তরুণী অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখা সভাপতি সিরাজুল ইসলাম। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গাংনী উপজেলা সুজন সভাপতি আব্দুর রশীদ ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবক নুরজাহান বেগম। বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাব্রতি নেতা প্রভাষক এসএম সায়েম পল্টু ও সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু। আলোচনা সভা ও কেক কেটে প্রশিক্ষণের অনুষ্ঠানিকতা শুরু হয়।