গলায় ফাঁস দেয়া অবস্থায় শিশু উদ্ধার : হতবাক প্রতিবেশী

স্টাফ রিপোর্টার: বয়স আর কতোই হবে? নয় পেরুলেও দশ ছাড়ায়নি। অতোটুকু বয়সেই মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অপচেষ্টা! গতকাল বুধবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা শহরের সিনেমাহলপাড়ার আবাল-বৃদ্ধা-বণিতার মাঝেই ছিলো এ নিয়ে আলোচনা।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের রূপছায়া সিনেমা হলপাড়ার বাসিন্দা সিরাজুল ইসলাম। তারই ছেলে ইরাক ওরফে আশা। গতকাল বুধবার সকালে তাকে ঘরের আড়ায় গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।
অতোটুকু বয়সে আত্মহত্যার চেষ্টা কেন? দরিদ্র মা ছামেরুন খাতুনের কাছে সে ৫টি টাকা চেয়েছিলো। টাকা দিতে না পারায় সে মায়ের ওপর অভিমানে ওই সর্বনাশা পথে হাঁটে। সে যে কতোটা সর্বনাশ করতে বসেছিলো তা কি সে জানে? অপরাধপ্রবণ সমাজে এ প্রশ্নের জবাব কি সমাজপতিদের কাছে আছে?