গরিব ও অসহায় রোগীদের পাঠাবেন সাধ্যমত ফ্রি চিকিৎসা দেবো

গ্রাম্য চিকিৎসকদের প্যাথলজিক্যাল তথ্য অবহিতকরণ সেমিনারে প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গ্রাম্য চিকিৎসকদের প্যাথলজিক্যাল বিষয়ক তথ্য অবহিতকরণ সেমিনারে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রফেসর ডা. ড. মাহবুব হোসেন মেহেদী। গতকাল আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত পপুলার মেডিকেল সেন্টার (প্রা.) অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই সেমিনারে মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়াদ্ধার সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিডফোর্ড হাসপাতালের সাবেক হাড়জোড়া বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন, ক্যাজুয়ালটা,  ট্রমালজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. ড. মাহবুব হোসেন মেহেদী। বিশেষ অতিথি ছিলেন পপুলার মেডিকেল সেন্টার (প্রা.) পরিচালক অ্যাড. খন্দকার নাসির উদ্দন মঞ্জু, রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী রবিউল ইসলাম, মীর সামসুদ্দীন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গল্পকার আনোয়ার রশিদ সাগর, প্রভাষক কবি আসিফ জাহান, পপুলার মেডিকেল সেন্টার (প্রা.) বিজনেস পরিচালক ডা. ইমাম হোসেনর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কমনিটি মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার কাজল, ডা. নাজমুল হক, পপুলার মেডিকেল সেন্টার (প্রা.) সিইউও অ্যান্ড ডাইরেক্টর মহাবুল ইসলাম, ডাইরেক্টর এডমিন শামিম রেজা, সাংবাদিক খ. শাহ আলম মন্টু, শরিফুল ইসলাম রোকন প্রমুখ। এছাড়াও দেশের খ্যাতিমান অর্থপেডিক সার্জন প্রফেসর ডাক্তার ড. মাহবুব হোসেন মেহেদীর সাথে পরিচিত হতে আলমডাঙ্গার মুক্তিযোদ্ধা ও চিকিৎসকসমাজ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি গরিব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্রদের প্রতি আমাদের কর্তব্য রয়েছে।