গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকারসমূহের সমন্বিত আইনের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার: গভার্নেস অ্যাডভোকেসি ফোরাম ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সারাদেশের মতো চুয়াডাঙ্গাতেও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও কার্যকর স্থানীয় সরকার  প্রচারাভিযান চুয়াডাঙ্গা জেলা কমিটি গতকাল মঙ্গলবার সকালে শহীদ হাসান চত্বরে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকারসমূহের সমন্বিত আইনের দাবিতে জমায়েত, আলোচনা ও ৱ্যালি’ আয়োজন করে। জেলা কমিটির সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা সিপিবির সদস্য কমরেড লুৎফর রহমান, জেলা চেয়ারম্যান অ্যাসেসিয়েশনের সভাপতি ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি মোহাম্মদ আলী শাহ মিন্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ইউপি মেম্বার নিগার সুলতানা, হাউলী ইউপি মেম্বার সহিদুল ইসলাম, প্রডিজির সদস্য ছাত্রনেতা শেখ শামী তপু ও জাকির হোসাইন জ্যাকি। প্রচারাভিযান-পত্র পাঠ করেন আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি। স্বাগত বক্তব্য রাখেন রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান। বক্তারা তাদের আলোচনায় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির আলোকে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সুষম উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাষ্ট্রের উদ্যোগে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সমন্বিত আইন প্রণয়ন ও কার্যকর, বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে অর্থবহ করার লক্ষ্যে আর্থিক বিকেন্দ্রীকরণ, স্থানীয় চাহিদা বিবেচনায় স্থানীয়ভাবে অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নসহ জাতীয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাজেটের সমন্বয় সাধন, স্থানীয় সরকারের সংরক্ষিত আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারী প্রতিনিধিদের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সকল ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন। আলোচনা শেষে দাবিসমূহের স্বপক্ষে শোভাযাত্রা বের করা হয়।