খোশ আমদেদ মাহে রমজান

 

প্রফেসর মুহাম্মদ ইউসুফ আলী: পবিত্র মাহে রমজানের আজ নবম দিন। রমজান মাস পাপ মোচনের মাস। কবির ভাষায়,সাগর-নদীর কূল-কিনারায় ভেসে ফেনা আসে,রমজানের এ বরকত মাসে পাপ চলে যায় ভেসে। যে এ মাসে নিজের গোনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারলো না আল্লাহর হাবীব (সা.) তাকে হতভাগা বা বঞ্ছিত বলে উল্লেখ করেছেন। বিশিষ্ট সাহাবি কায়াব বিন উজরা (রা.) হতে বর্ণিত আছে,একদিন হুজুর (সা.) এরশাদ করলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। অতঃপর হুজুর (সা.) যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন বললেন,আমিন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন,আমিন। পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠে বললেন, আমিন। খোৎবা শেষে যখন হুজুর (সা.) মিম্বর হতে অবতরণ করেন,আমরা জিজ্ঞাসা করলাম হুজুর! আজ মিম্বরে উঠার সময় যা কিছু শুনলাম তাইতোমধ্যে কখনও শুনিনি। হুজুর (সা.) এরশাদ করলেন,এ মাত্র হযরত জীবরাঈল (আ.) এসে বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পেলো অথচ তার গোনাহ মাফ হলো না,আমি বললাম আমিন। অর্থাৎ তাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জীবরাঈল (আ.) বললেন,ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম নেয়া সত্বেও আপনার প্রতি দরুদ পড়লো না। আমি বললাম আমিন। আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জীবরাঈল (আ.) বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে তার মাতা-পিতা অথবা উভয়ের একজনকে বার্ধক্যে পেলো আর সে তাদের খেদমত দ্বারা নিজেকে জান্নাতে পৌঁছুতে পারলো না। আমি বললাম আমিন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো (হাকিম)। এ হাদিসে তিনটি জিনিষের গুরুত্ব দেয়া হয়েছে। রমজান মাসে গোনাহ মাফ করানো, নবী করীম (সা.) এর প্রতি দরূদ পেশ এবং মাতাপিতার খেদমত করা।

পিতা-মাতার সাথে সদব্যবহার করার জন্য আল্লাহ তায়ালা কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে জোর তাকিদ দিয়েছেন (সুরা নিসা: ৩৬, সুরা আনকাবুত: ৮, সুরা বনী ঈসরাইল: ২৩-২৪, সুরা লুকমান: ১৪)। দরুদ শরিফের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহতায়ালা এরশাদ করেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠান। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ বা সালাম পাঠাও (সুরা আহযাব: ৫৬)। এ ব্যাপারে হুজুর (সা.) এরশাদ করেন,যে আমার প্রতি একবার দরুদ পেশ করবে আল্লাহ তার ওপরে দশটি রহমত প্রেরণ করবেন (মুসলিম)। তাই আসুন,আমরা সবাই মিলে এ মহিমান্বিত মাসে এ তিনটি কাজ বেশি বেশি করি এবং মহান আল্লাহর মাগফিরাত লাভ করি।