খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

স্টাফ রিপোর্টার: হরতালে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজধানী শেরেবাংলা থানায় করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত খোকাসহ আরো নয়জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৭ অক্টোবর হরতালের সময় ককটেল বিস্ফোরন মামলায় মঙ্গলবার আদালতে হাজিরার তারিখ ছিলো সাদেক হোসেন খোকার। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় বিচারক মামলার অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। খোকা বর্তমানে আমেরিকায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন থাকায় আদালতে নিয়মিত হাজিরা দিতে পারেননি সাদেক হোসেন খোকা। এজন্য কয়েকদফা হাজিরার সময় দেয়ার পর মঙ্গলবার খোকাসহ মামলার ৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।