খুলনা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের ৩ শিক্ষার্থী পুরস্কার লাভ ।

সরোজগঞ্জ প্রতিনিধি: খুলনা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের ৩ শিক্ষার্থী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ নিয়ে ৩টি পুরস্কার লাভ করেছে। মননে যুক্তি বিশ্বাসে চেতনা, দখিনা বাতাসে আগামী প্রেরণা এ সেøাগানকে সামনে নিয়ে গত শুক্রবার সকাল ১০টায় খুলনা পাবলিক কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো.লোকমান হোসেন মিয়া। সভাপতিত্ব করেন খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মুহম্মদ আলমগীর, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একে এম শোয়েব, পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের হেড অফ মার্কেটিং সাজেদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও এনডিএফ বিডি খুলনার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা, এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর তাকদীরুল গনি, তেতুল শেখ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তেতুল শেখ কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে একাদশ শ্রেণির ছাত্রী শারমিন সাদিয়া রিচি, সুমাইয়া খাতুন ও সাথী রানী পাল।