খুলনায় কুরিয়ার সার্ভিসসহ সাত প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: খুলনায় গ্রাহকসেবা মূল্যের তালিকা প্রদর্শন না করার অভিযোগে এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে নগরীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে আরো পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (উপসচিব) সৈয়দ রবিউল আলম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান জানান, নগরীর জোড়াগেট, নিউমার্কেট, শহীদ হাদিস পার্ক ও সাউথ সেন্ট্রাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।